আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“শুরুর দিকে কোনো সিভিডির লক্ষণ সবসময় না-ও থাকতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে সিভিডি-আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পায় এবং জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মধ্যে এটি বেশি হতে পারে। তাই আমাদের ঝুঁকি কমানোর জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত ।”

আখতার নাসিম
কনসালট্যান্ট ভাসকুলার সার্জন ও ক্লিনিক্যাল ডিরেক্টর, শেফিল্ড

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

ডা. ক্রিস অলুকান্নি
জিপি এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বিশেষজ্ঞ, এসেক্স

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

রণজিৎ সিং
‘ট্রিপল বাইপাস সার্জারি’র পর এখন সুস্থ জীবনযাপন করছেন
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সম্পাদকীয়

প্রবাসে কণ্ঠরোধে বেপরোয়া সরকার

নভেম্বর ৮, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ | সম্পাদকীয়

বাংলাদেশে বিরোধী মত দমনের পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর গুমকাণ্ডে সরকারের আইনশৃৃখলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন এজেন্সীর সংশ্লিষ্টতার গুরুতর নানা অভিযোগ বর্তমান সরকারকে দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রেখেছে। এসব কারণেই দেশটির র‌্যাব-পুলিশের শীর্ষ কর্তাদের বিদেশে নিষিদ্ধ হবার মতো লজ্জাজনক ঘটনাও ঘটে গেছে ইতোমধ্যে। কিন্তু সরকার এসবের কোনো তোয়াক্কা না করে আরো বেপরোয়া হয়ে ওঠেছে বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ, দেশের ভেতরে তো বটেই এবার বিদেশে থাকা সমালোচকদের ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যোগী হয়ে ওঠেছে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো।

মাস দুয়েক আগে পররাষ্ট্রমন্ত্রালয়ের এক নয়া ফরমান জারির মধ্যদিয়েই প্রবাসে কণ্ঠরোধে পদক্ষেপ নেয়ার কথা জানা গিয়েছিলো। দেশের জাতীয় গণমাধ্যমের খবর থেকে আমরা জেনেছি, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকেই সেই পরামর্শমূলক সিদ্ধান্ত হয়েছিলো। ওখানে অবশ্য চতুরতার সঙ্গে ‘সরকারে’র আগে ‘দেশ’ জুড়ে দিয়ে ব্যাপারটিকে আপাতদৃষ্টিতে আইনসিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে যা আবার অনেকেরই চোখ এড়ায়নি। পররাষ্ট্রমন্ত্রী একে এম আবদুল মোমেন, সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট এমপিদের উপস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির ওই সুপারিশে বলা হয়েছিলো, বিদেশে বসবাসকারি কেউ দেশের সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করলে ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট দেশেই আইনী ব্যবস্থা নিতে দূতাবাসকে ব্যবহার করা হবে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নিশ্চিত করলেন।

সম্প্রতি সংসদে তিনি বলেছেন, যারা বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করতে কাজ করছে। গত ২রা নভেম্বর সংসদে দেয়া এই সম্পর্কিত বক্তব্যে তিনি বলেছেন, ‘যারা (বিদেশে অবস্থান করে) সরকার বিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক ও বানোয়াট বক্তব্য প্রদানের সঙ্গে জড়িত, সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।’

আমরা জানি, রাষ্ট্রের বিরুদ্ধে শুধু অপপ্রচার কেনো, রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন হয় কিংবা রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে যায় এমন তৎপরতা অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচিত হতে পারে এবং এর জন্য বিচার এবং শাস্তির ব্যবস্থা অবশ্যই থাকবে। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরকারবিরোধীতাকে এক করে গুলিয়ে ফেলে পদক্ষেপ নিচ্ছে সরকার ও তার মন্ত্রণালয়। সরকারের যারা আজকে এই নীতি তৈরী করছেন তারা কি মনে করেছেন, তাদের চাতুর্য ধরতে মানুষ অক্ষম? এই সরকার কি সভ্য দুনিয়ার বাইরে অবস্থান করছে। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন কাজ অপরাধ হলেও যে কোন দেশের সরকারের নীতির ও পদক্ষেপের সমালোচনা করা ও এর জনবিরোধী কর্মকাণ্ডের বিরোধীতা করা মানুষের মৌলিক অধিকার। এটি বেআইনী হতে পারে না।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসে থাকা বাঙালীদের অবদান কী ছিলো তা পঞ্চাশ বছর পর নতুন করে বলার দরকার নেই। বিলেত ছিল মুক্তিযুদ্ধের তৃতীয় ফ্রন্ট। প্রবাসীদের নানা অবদান যেমনি মুক্তিযুদ্ধে, তেমনি দেশ গঠনে আছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ও উন্নয়নে রয়েছে অব্যাহত বৈদেশিক মুদ্রার যোগান। সেই প্রবাসীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাও এক ধরনের ধৃষ্ঠতা।  

আমরা বলতে চাই, প্রবাসীদের ওপর ক্ষমতাসীনদের যে কোন নির্বতনমূলক পদক্ষেপে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবহারের ফলাফল অশুভ হতে বাধ্য। যে দূতাবাসকে দেশ ও জাতির উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে প্রণোদনা দেওয়ার কথা সেখানে প্রবাসীদের ‘শায়েস্তা’ করতে তাদেরকে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার উদ্যোগ কেলেঙ্কারীজনক হবে।

আমরা আশা করবো, বাংলাদেশের সরকার তাদের এই পদক্ষেপ যে আইনবহির্ভূত তা দ্রুত অনুধাবনে সক্ষম হবে। পাশাপাশি এটিও অনুধাবন জরুরী যে, পরিস্থিতি কোন পর্যায়ে গেলে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং অপপ্রচার মোকাবেলা করতে সরকারী উদ্যোগে সংবাদ ও নিবন্ধ প্রকাশে আন্তর্জাতিক গণমাধ্যমের দ্বারস্থ হবার মতো পরিকল্পনা নিতে হয়।

আরও পড়ুন »

বর্ণবাদী ইডিএলকে রুখতে হবে

ব্রিটেনজুড়ে বর্ণবাদী ইডিএল-এর চলমান তাণ্ডব রুখতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সপ্তাহে সাউথপোর্টে তিন শিশু মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাস্তায় পথচারীদের...

অভূতপূর্ব অবিস্মরণীয় এক বিপ্লব

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা এখন খুবই জরুরী অভূতপূর্ব এক বিপ্লব হয়ে গেলো দেশে। দেড় দশকের একক রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই পরিবর্তনের মূল কারিগর দেশের ছাত্র-জনতা। বিশেষ করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন নজির সৃষ্টি করেছে...

‘আসুন, ফিলিস্তিনীদের জন্য ‘ঈদ মোবারক’ পাঠাই

আসছে ১৬ জুন রোববার ব্রিটেনের মুসলমানরা পালন করবেন এবারের পবিত্র ঈদুল আজহা। আর এক দিনের ব্যবধানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবেন মহান এ দিনটি। ইসলামের অনুসারীদের জন্য বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হচ্ছে এই ঈদুল আজহা। একে কোরবানীর ঈদ নামেও...

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

আরও পড়ুন »

 

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা

গাজীউল হাসান খান ♦ আজকাল কোনো রাজনৈতিক কথা বলা কিংবা লেখার ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে বলে মনে হয়। কোনো ব্যাপারে বক্তা কিংবা লেখকের নিজস্ব মতামত প্রকাশ করার সঙ্গে সঙ্গেই একটি পক্ষ নির্ধারণের প্রবৃত্তি দেখা দিয়েছে। অর্থাৎ বক্তা বা লেখক রাজনীতিগতভাবে কোন পক্ষের...

দেশ কারো একার নয়, দেশ সবার

গাজীউল হাসান খান ♦ বাংলাদেশের স্বাধীনতা আমাদের পূর্বপুরুষদের অর্থাৎ এই অঞ্চলের মানুষের হাজার বছরের আন্দোলন-সংগ্রামের ফসল। ইতিহাসের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অবিভক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হিসেবে আবির্ভূত হলেও এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে...

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

আমাদের হৃদযন্ত্রের কাজ হলো শরীরে রক্ত সঞ্চালন (পাম্প) করা। কার্ডিওভাসকুলার রোগ (সিভিডি) হৃদযন্ত্রের বা রক্তনালীগুলোর উপর প্রভাব ফেলে এবং এই রোগ বিশ্বব্যাপী অকাল মৃত্যু ও মানুষের অসক্ষম (ডিসএবল) হয়ে পড়ার প্রধান কারণ। তাই আমাদের বোঝা প্রয়োজন- কীভাবে আমাদের...

বাংলাদেশ-চীন সুদৃঢ় বন্ধনে জড়ানো আবশ্যক

গাজীউল হাসান খান ♦ চীনের একজন অত্যন্ত প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সম্প্রতি বলেছেন, বাংলাদেশের উচিত তার নিজ জাতীয় স্বার্থে কাজ করা, কোনো তৃতীয় পক্ষের জন্য নয়। কিন্তু পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কাজ দেশের স্বার্থে করেননি,...