সম্পাদকীয়

‘ফ্রী এণ্ড ফেয়ার ইলেকশন’

অক্টোবর ১৮, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ | সম্পাদকীয়

লরা কুয়েন্সবার্গকে এবার কী জবাব দেবে বাংলাদেশ?

বাংলাদেশে নির্বাচনে প্রভাব বিস্তার ও ব্যাপক অনিয়ম নতুন মাত্রা স্পর্শ করেছে। এরই ফলশ্রুতিতে গত বুধবার গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ বন্ধ করে পুরো নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিয়ে নতুন নজির সৃষ্টি করেছে নির্বাচন কমিশন।  

কারণ এর আগে ভোট ডাকাতি ও জবরদস্তির দায়ে কোন উপনির্বাচন এভাবে বাতিল করেনি কোন নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আউয়াল ভোট শেষ হওয়ার ২ ঘণ্টা আগেই এই আসনের ভোট বাতিল করেন।  

বিভিন্ন রিপোর্ট বলছে, নির্বাচনের সারাদিন কেন্দ্রে কেন্দ্রে একতরফা প্রভাব বিস্তার ও ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাও ইভিএমএ মেশিনে ভোট দিচ্ছেন!  

বাংলাদেশে নির্বাচনকালে দলীয়, বিশেষ করে ক্ষমতাসীন দলের মাস্তানদের দৌরাত্ম্যের নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের ডাকাতির উৎসবে শরিক হওয়ার ফুটেজ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে নতুন করে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করল।  

ভোটের গোপন কক্ষে বহিরাগতদের প্রবেশ এবং নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কিছু কর্মকর্তার বিরুদ্ধেও ভোট কেড়ে নেয়ার গুরুতর অভিযোগ এনে বলছেন, নির্বাচন কমিশন থেকে টেলিফোন করে তাদেরকে ভোটকক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তা কার্যকর করা হয়নি। তার মতে, এরাই দুর্বৃত্ত, এরাই ডাকাত।  

এখন এই ডাকাত এবং ডাকাতির বিরুদ্ধে বাংলাদেশে কি ব্যবস্থা নেয়া হয় সেটি দেখার জন্য দেশের জনগণ এবং বিদেশি পর্যবেক্ষকরা গভীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কারণ বিগত মেয়াদের জাতীয় নির্বাচনে রাতের ভোটের দুঃস্বপ্নের পর আগামী বছর এই বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

মাস্তান পার্টির আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের সমর্থকদের এই নজিরবিহীন ঘটনার জবাব বাংলাদেশের জনগণ পাবে কিনা, পেলে কীভাবে পাবে সে হিসাব এখনই করা দুষ্কর।  

তবে মজার ব্যাপার, নজিরবিহীন এই ভোট বাতিলের ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত একতরফা অভিহিত করে সিইসির শাস্তি দাবি করেছেন।  

মাত্র চার সপ্তাহেরও কম সময়। লন্ডনে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবিসির সাথে এক সাক্ষাৎকারে লরা কুয়েন্সবার্গকে দৃঢ়তার সাথে বলেছিলেন, একমাত্র আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে ‘ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন’ হয়। বিবিসির ওই সাংবাদিক আসছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কথা জানতে চেয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা এই জবাব দিয়েছিলেন।  

একটি সরকারের শীর্ষ ব্যক্তির কাছে অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি চেয়ে একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন আসাটাই তো বিব্রতকর।  

মাত্র চার সপ্তাহেরও কম ব্যবধানে ক্ষমতাসীনদের ভোট ডাকাতির কারণে গাইবান্ধার এই নির্বাচনী-কেলেঙ্কারি বিবিসির অজানা থাকবে না। গত নির্বাচনে কি হয়েছে তা-ও বিবিসির অজানা নয় নিশ্চয়।

এবার লরা কুয়েন্সবার্গ কিংবা অন্য কোন বিদেশী সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশে ‘ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে’র দাবিদার ক্ষমতাসীনরা কী জবাব দেবেন? 

আরও পড়ুন »

বর্ণবাদী ইডিএলকে রুখতে হবে

ব্রিটেনজুড়ে বর্ণবাদী ইডিএল-এর চলমান তাণ্ডব রুখতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সপ্তাহে সাউথপোর্টে তিন শিশু মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাস্তায় পথচারীদের...

অভূতপূর্ব অবিস্মরণীয় এক বিপ্লব

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা এখন খুবই জরুরী অভূতপূর্ব এক বিপ্লব হয়ে গেলো দেশে। দেড় দশকের একক রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই পরিবর্তনের মূল কারিগর দেশের ছাত্র-জনতা। বিশেষ করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন নজির সৃষ্টি করেছে...

‘আসুন, ফিলিস্তিনীদের জন্য ‘ঈদ মোবারক’ পাঠাই

আসছে ১৬ জুন রোববার ব্রিটেনের মুসলমানরা পালন করবেন এবারের পবিত্র ঈদুল আজহা। আর এক দিনের ব্যবধানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবেন মহান এ দিনটি। ইসলামের অনুসারীদের জন্য বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হচ্ছে এই ঈদুল আজহা। একে কোরবানীর ঈদ নামেও...

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

আরও পড়ুন »

 

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...