আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

শনিবার, ৪ মে ২০২৪

প্রধান খবর

রাজা আসছেন বাঙালি পাড়ায়, যাবেন শহীদ মিনারে

১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ | প্রধান খবর

পত্রিকা প্রতিবেদন ♦

লন্ডন, ৩ ফেব্রুয়ারি: রাজা তৃতীয় চার্লস ব্রিক লেনে বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত এলাকা পরিদর্শনে আসছেন। শুরুতে তিনি যাবেন বাঙালির ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন- সংগ্রামের স্মারক আলতাব আলী পার্কে অবস্থিত বাংলা ভাষার সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্যের প্রতীক শহীদ মিনারে। ঘুরে দেখবেন ব্রিক লেন মসজিদ। সাক্ষাৎ করবেন ১৯৬০ ও ৭০-এর দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মীদের পাশাপাশি বাঙালি যুব সমাজের প্রতিনিধিদের সাথে।

আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ সদর দপ্তর বাকিংহাম প্যালেস রাজার সফরের বিস্তারিত কার্যক্রম প্রকাশ করেছে।

এর আগের দিন বুধবার বাকিংহাম প্যালেস ঘোষণা করে, ৮ ফেব্রুয়ারি বুধবার রাজা তৃতীয় চার্লস পূর্ব লন্ডনের বাঙালি পাড়া খ্যাত বাংলা টাউন সফর করবেন। রাজার সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা।

রাজার এই সফরের খবর জানাজানি হওয়ার পর থেকে বাঙালি কমিউনিটিতে এ নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছে। বাঙালীর ভাষার মাসে বাংলা টাউনে ব্রিটেনের রাজার সফর অন্য মাত্রার তাৎপর্য বহন করে বলে অনেকেই মনে করছেন।

সফরের বিস্তারিত তুলে ধরে বাকিংহাম প্যালেস জানায়, শুরুতে রাজা তৃতীয় চার্লস পূর্ব লন্ডনে বাংলাদেশিদের বর্ণবাদ বিরোধী আন্দোলনের স্মারক আলতাব আলী পার্ক পরিদর্শনে যাবেন। সেখানে প্রবেশকালে রাজা ১৯৬০ ও ৭০ এর দশকে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন- এমন বাংলাদেশি নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করবেন। আলতাব আলী পার্কে রাজার প্রবেশকালে ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যাবে সোহেনী আলমের কণ্ঠে স্বাগত সঙ্গীত। শহীদ মিনারের দিকে যেতে যেতে রাজা ও কুইন কনসোর্ট বর্ণবাদের বিরুদ্ধে নিবেদিত ব্রিটিশ-বাংলাদেশি যুব সমাজের প্রতিনিধি, বাংলা ভাষা রক্ষা আন্দোলনের কর্মী এবং আলতাব আলী ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর শহীদ আলতাব আলী স্মরণে পার্কে একটি বৃক্ষের চারা রোপন করবেন।

এরপর তিনি যাবেন ব্রিক লেনে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার বাসিন্দারা ব্রিক লেনে রাজাকে স্বাগত জানাবেন। ব্রিক লেনে ‘বাংলা টাউন গেইট’ ও ‘মাটির টান’ নামে দেয়ালচিত্র দেখতে থামবেন রাজা- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই গেইট ও দেয়ালচিত্র উন্মোচন করা হয়েছিলো।

সেখান থেকে একটি নৃত্যদলের প্রদর্শনীর সঙ্গে রাজা ও কুইন কনসোর্ট হেঁটে যাবেন ‘গ্রাম বাংলা’ রেস্টুরেন্ট পর্যন্ত। কথা বলবেন সফল বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ (বিবিপিআই) সঙ্গে যুক্ত নারীদের সঙ্গে।      

বাংলা পাড়ায় প্রবেশদ্বার ও দেয়ালচিত্র

এরপর রাজা ও কুইন কনসোর্ট যাবেন ব্রিক লেন মসজিদে। ঘুরে দেখবেন ব্রিক লেন মসজিদের হলরুম। সেখানে স্থানীয় একজন লেখকের কাছ থেকে শুনবেন এক সময়ের ইহুদি উপাসনালয় সিনাগগ থেকে ভবনটির আজকের ব্রিক লেন মসজিদ হয়ে ওঠার গল্প। বাংলা পাড়া থেকে বিদায় নেয়ার আগে রাজা কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, ব্রিক লেন ফিউনারেল সার্ভিসের পরিচালক এবং ইস্ট লন্ডন সেন্ট্রাল সিনাগগের প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করবেন।

বাংলা টাউন ছেড়ে রাজা যাবেন স্টার্টফোর্ডের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনে। বিশ্ববিদ্যালয়টির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একটি চিকিৎসা শিক্ষার একটি নতুন ভবন উদ্বোধনে অংশ নেবেন তিনি।

বাঙালি পাড়ায় এটি রাজা চার্লসের প্রথম সফর। রাজা হওয়ার আগে প্রিন্স চার্লস ২০০১ সালে পূর্ব লণ্ডনে বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লণ্ডন মসজিদ পরিদর্শনে এসেছিলেন।   

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস পূর্ব লণ্ডনের টাওয়ার হ্যামলেটসে। এই কাউন্সিলেরই একটি নির্বাচনী ওয়ার্ড বাংলা টাউন। সেখানেই অবস্থিত লণ্ডনের কারি ক্যাপিটালখ্যাত ব্রিক লেন। আর এই বাংলা টাউনকে ঘিরেই রয়েছে এদেশে বাঙালির বর্ণবাদ বিরোধী সংগ্রামের স্মারক আলতাব আলী পার্ক যেখানে মাথা উচুঁ করে দাড়িঁয়ে আছে বাংলা ভাষার সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্যের স্মারক শহীদ মিনার।

ধারণা করা হচ্ছে, সফরে রাজা তৃতীয় চার্লস বাংলাদেশিদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস ঘুরে দেখার পাশাপাশি প্রথা অনুযায়ী স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

বাঙালি পাড়ায় রাজার এই সফরের আয়োজন করেছে সফল বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যাণ্ড ইন্সপিরেশন’ (বিবিপিআই)।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার আব্দাল উল্লাহ ও তাঁর স্ত্রী আইনজীবী আয়শা কুরেশি এমবিই। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমাদের কমিউনিটি এবং পূর্ব পূরুষদের অবদানকে তুলে ধরতে রাজার এই ঐতিহাসিক সফর আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত।’

আলতাব আলী পার্ক যেখানে মাথা উচুঁ করে দাড়িঁয়ে আছে বাংলা ভাষার সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্যের স্মারক শহীদ মিনার।

বিবিপিআই-এর প্রতিষ্ঠাতা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার আব্দাল উল্লাহ ও তাঁর স্ত্রী আইনজীবী আয়শা কুরেশি এমবিই। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমাদের কমিউনিটি এবং পূর্ব পূরুষদের অবদানকে তুলে ধরতে রাজার এই ঐতিহাসিক সফর আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত।’

উল্লেখ্য, গত বছরের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর এলিজাবেথের মৃত্যুর পর প্রথাগতভাবেই তাঁর উত্তরাধিকারী হয়েছেন বড় ছেলে তৃতীয় চার্লস। রাজা হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও আগামী ৬ মে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নতুন রাজত্বের আনুষ্ঠানিক অভিষেক উদ্‌যাপন করা হবে।

আরও খবর

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

এভারেস্ট জয়ী আকি রহমানের নতুন পর্বত-অভিযান

এভারেস্ট জয়ী আকি রহমানের নতুন পর্বত-অভিযান

বিশ্বের ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে বিপন্নদের জন্য সংগ্রহ করতে চান ১.৫ মিলিয়ন পাউণ্ড ইব্রাহিম খলিল ♦ লণ্ডন, ২৪ মার্চ: বিশ্বের বিপদসংকুল ১৪টি উচুঁ পর্বত আরোহণের নতুন অভিযানে নেমেছেন এভারেস্ট জয়ী আকি রহমান। এই পর্বত-অভিযানের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করতে চান ১ দশমিক ৫...

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেয়া মার্কিন সেনা অ্যারণ মারা গেছেন

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেয়া মার্কিন সেনা অ্যারণ মারা গেছেন

জীবন দিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ২৬ ফেব্রুয়ারি: ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে দুনিয়াব্যাপী আলোড়ন তোলা মার্কিন সেনা অ্যারণ বুশনেল অবশেষে মারা গেছেন।  এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি...

গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা ইউরোপ-আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তার

গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা ইউরোপ-আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তার

পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০৫ ফেব্রুয়ারি: ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হচ্ছে। আর এ পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর সরকার কিছুই করতে পারছে না। গাজা নিয়ে নিজ নিজ সরকারের নীতির সমালোচনা করে এমন কথাই বলেছেন পশ্চিমা দেশগুলোর আট শতাধিক সরকারি কর্মকর্তা।...

আরও পড়ুন »

 

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে? এ ব্যাপারে লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের চক্ষুবিদ্যা (অপথালমোলজির)-এর ক্লিনিক্যাল প্রধান (লিড) ডাঃ এভলিন মেনসাহ ব্যাখ্যা করে বলেন, "যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...