প্রধান খবর

৪ মে ইংল্যাণ্ডের ২৩০ কাউন্সিলে নির্বাচন:  ভোট দিতে লাগবে পরিচয়পত্র  

১৮ এপ্রিল ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ | প্রধান খবর

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ১৭ এপ্রিল: ইংল্যাণ্ডে চালু হচ্ছে ভোটারদের বাধ্যতামূলক পরিচয়পত্র প্রদর্শণের নিয়ম। আগামী ৪ মে অনুষ্ঠেয় স্থানীয় সরকার (কাউন্সিল) নির্বাচনে প্রথমবারের মত এ নিয়ম কার্যকর হবে। এ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হলে ভোটারদের অবশ্যই গ্রহণযোগ্য পরিচয়পত্র (আইডি) প্রদর্শণ করে পরিচয় নিশ্চিত করতে হবে। 

এতদিন ভোটার তালিকায় নিবন্ধিত ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে কেবল নাম-ঠিকানা বলেই ভোট দিতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ভোটারদের পরিচয় যাচাইয়ের পুরনো পদ্ধতির অবসান হচ্ছে। এখন থেকে ইংল্যাণ্ডের যে কোনো জাতীয় ও স্থানীয় নির্বাচনে  ভোটারদের গ্রহণযোগ্য পরিচপত্র দেখিয়ে তারপর ব্যালট সংগ্রহ করতে হবে।  ৪ মে ইংল্যাণ্ডের মোট ২৩০ টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৮ হাজারের বেশি কাউন্সির পদের জন্য লড়াই হবে। পাশাপাশি বেডফোর্ড, লেস্টার, ম্যান্সফিলড এবং মিডলসবারা কাউন্সিলে জনগণের সরাসরি ভোটে নির্বাহী মেয়র নির্বাচিত হবেন।  ভোট প্রদানের জন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্রæ ব্যাজসহ মোট ২২ ধরনের আইডি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটার আইডির প্রয়োজন হবে না। ইংল্যাণ্ডে ৪ মে অনুষ্ঠেয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ভোটার নিবন্ধন আবেদন শেষ হয়েছে ১৭ এপ্রিল। আর পোস্টাল ব্যালট আবেদন শেষ হচ্ছে ১৮ এপ্রিল।  প্রথমবারের মত চালু হওয়া এই নিয়ম কার্যকর করতে গিয়ে আগামী ৪ মের নির্বাচনে কাউন্সিলগুলো বিশৃৃখল পরিস্থিতির শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা, বহু ভোটার এখনও নতুন নিয়মটি সম্পর্কে জানে না। আবার প্রত্যোক ভোটারের পরিচয়পত্র যাচাই করে ব্যালট প্রদানে বাড়তি সময় ব্যয় হবে।  তবে নির্বাচন কমিশন বলছে, নতুন নিয়ম কার্যকর করার চ্যালেঞ্জ মোকাবেলায় কাউন্সিলগুলোকে প্রস্তুত করে তুলতে কমিশন বড় ধরণের পরিকল্পনা নিয়ে কাজ করছে।  কিন্তু সমালোচকরা বলছেন, ভোট প্রদানের এ পরিবর্তন অপ্রোজনীয় এবং এ নিয়ম ভোটপ্রদানকে কঠিন করে তোলার মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করবে।  তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, যদিও যুক্তরাজ্যে বড় ধরণের কোনো ভোট জালিয়াতির প্রমাণ নেই; তারপরও পরিচয়পত্র যাচাইয়ের নিয়মটি নির্বাচন প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে।  নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০১৮ সাল থেকে ইংল্যাণ্ডে ভোট জালিয়াতির দায়ে ৯ জন দোষী সাব্যস্ত হয়েছেন। আরও ৬ জন কে পুলিশ সতর্কীকরণ নোটিশ দিয়েছে। স্থানীয় সরকারগুলোর প্রতিনিধিত্বশীল সংগঠন দ্য লোকাল গভার্নমেন্ট এসোসিয়েশন (এলজিএ) বলছে,  কাউন্সিলগুলোর ওপর ভোটার পরিচয়পত্র যাচাইয়ের ধকলকে খাটো করে দেখার সুযোগ নেই। এলজিএ-এর মূখপাত্র কেভিন বেন্টলি বলেন, নির্বাচনের কর্মীরা ভোটার পরিচয়পত্র যাচাই এবং এ সংক্রান্ত অনুসন্ধানের চাপ মোকাবেলায় শৃৃখলা ধরে রাখতে পারবেন কি-না, তা নিয়ে কাউন্সিলগুলোর উদ্বেগ রয়েছে। তিনি বিবিসিকে বলেন, পরিচয়পত্র আনেনি এমন ভোটারদের কাছ থেকে পোলিং স্টেশন কর্মীরা আক্রমণ বা অন্যায় আচরণের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।   ৪ মের নির্বাচনে ভোটার পরিচয়পত্র নিয়ে বড় ধরণের কোনো ঝামেলা হলে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ নিয়ম বাতিলের দাবি উঠার বিষয়টি তিনি উড়িয়ে দেননি।  গত সপ্তাহে প্রকাশিত নির্বাচন কমিশনের এক জরিপের ফলাফলে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ভোটারদের এক চতুর্থাংশ ভোট দিতে পরিচয়পত্র প্রদর্শণ বাধ্যতামূলক হওয়ার বিষয়টি জানেন না। নির্বাচন কমিশনের যোগাযোগ বিষয়ক পরিচালক (কমিউনিকেশন্স ডাইরেক্টর) ক্রেইগ ওয়েস্টউড বলেন, ভোটাররা সাধারণত আগ থেকে ভোট নিয়ে মাথা ঘামান না। ভোটের ঠিক আগে আগে তারা ভোটার নিবন্ধন ও ভোট নিয়ে ভাবতে শুরু করেন। নতুন নিয়ম সম্পর্কে সচেতন করতে কমিশন চলতি বছরের জানুয়ারি থেকে বিশেষ প্রচারাভিযান চালিয়ে আসছে বলে জানান তিনি। এর ফলে নতুন নিয়ম সম্পর্কে ভোটার সচেতনতা ইতিমধ্যে ২২ শতাংশ থেকে বেড়ে ৭৬ শতাংশ হয়েছে।  যাদের গ্রহণযোগ্য পরিচয়পত্র নেই তাদের জন্য ভোটার অথোরিটি সার্টিফিকেট প্রদানের নিয়ম চালু করা হয়েছে। নিজ নিজ কাউন্সিলে আবেদন করে ভোটাররা এই সার্টিফিকেট নিতে পারবেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২৫ এপ্রিল পর্যন্ত ভোটার অথোরিটি সার্টিফিকেটের আবেদন করা যাবে। তবে বিবিসির সাম্প্রতিক এক খবরে বলা হয়েছে- এই প্রকল্প চালুর পর থেকে মাত্র ৬০ হাজার ৩৬৮ জন ভোটার অথোরিটি সার্টিফিকেটের আবেদন করেছেন।  আগামী ১৮ মে নর্দান আয়ারল্যান্ডের ১১টি কাউন্সিলের নির্বাচন হবে। সেখানে ভোটারদের পরিচয়পত্র পদর্শণের নিয়মটি আগে থেকেই বলবদ রয়েছে। 

আরও খবর

১৫ই আগস্ট ঘিরে উত্তাপ

সরকারের সামনে চ্যালেঞ্জ মতিউর রহমান চৌধুরী ♦ লণ্ডন, ১২ আগস্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আকস্মিক সরকার পতন। এর জেরে অস্থিরতা তৈরি হয়েছিল নানা ক্ষেত্রে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই অস্থিরতা কেটে যাচ্ছে ধীরে...

বাংলাদেশীরা বলির পাঁঠা?

বাংলাদেশীরা বলির পাঁঠা?

লেবার লিডার কিয়ার স্টারমারের চরম আপত্তিকর মন্তব্যে ব্রিটেনজুড়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ০১ জুলাই: আগামী ৪ জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এমনিতেই ফিলিস্তিনের গাজা ইস্যুতে লেবার পার্টির ভূমিকা নিয়ে...

চাপে রুশনারা, নির্ভার আপসানা

চাপে রুশনারা, নির্ভার আপসানা

৪ জুলাইর নির্বাচনে মুসলিম ভোটের নির্ধারক হবে গাজা ইস্যু পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ১০ জুন: আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা দাখিল চূড়ান্ত হয়েছে। ৭ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। লেবার দলীয় চার বাংলাদেশি বংশোদ্ভূত...

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

আরও পড়ুন »

 

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...