প্রধান খবর

ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ইমিগ্রেশন কর্মকর্তা: একদিনে আটক ১০৫ অভিবাসী

২১ জুন ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ | প্রধান খবর

লণ্ডনে পরিচালিত এক অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তার ভূমিকায় নেমেছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আটককৃতদের মধ্যে রয়েছেন ২০টি দেশের নাগরিক।

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ১৯ জুন: বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে লণ্ডনে সম্প্রতি পরিচালিত এক অভিযানে হোম অফিসের কর্মকর্তা এবং পুলিশের সঙ্গে অংশ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বার্মিংহাম মেইল জানিয়েছে, গত ১৫ জুন সেই অভিযান শেষ হয় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতারের মধ্য দিয়ে। আটককৃতরা মোট ২০ দেশের নাগরিক।

রেস্তোরাঁ, কার ওয়াশ, চুলকাটার দোকান এবং মুদি দোকানের মতো জায়গায় বেআইনীভাবে কাজ করা এবং জাল কাগজপত্র রাখাসহ ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে অবৈধ উপায়ে যুক্তরাজ্যে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বুলেটপ্রুফ ভেস্ট পরে এই অভিযানে অংশ নেন ঋষি সুনাক। অভিবাসন বিভাগের সাধারণ কর্মকর্তাদের সঙ্গে রাস্তায় দেখা যায় তাঁকে। এই পোশাকে রেস্তোরাঁ, নরসুন্দরের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালান তিনি। লণ্ডনের উত্তরাঞ্চলের ব্রেন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ঋষি সুনাক।
নির্বাচন সামনে রেখে অবৈধ অভিবাসন বন্ধের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন কনজারভেটিভ নেতা সুনাক। 
অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ যুক্তরাজ্যের বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি। ক্ষমতায় আসার আগেও এ নিয়ে কথা বলেছেন ঋষি সুনাক। ক্ষমতায় আসার পরও এ নিয়ে কথা বলেছেন। আগামী বছর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার।
এ প্রসঙ্গে হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান বলেন, ‘অবৈধভাবে কাজ করে অনেকেই আমাদের ক্ষতি করছেন। যাঁরা ভালো এবং সৎ শ্রমিক, তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই কাজ পাচ্ছেন না।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। যুক্তরাজ্যে অবৈধ শ্রমবাজার সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এই অবৈধ শ্রমবাজারের কারণে অনেকেই বিপজ্জনক এবং অবৈধভাবে যুক্তরাজ্যে আসেন। এই অভিযান থেকে এই বার্তা দেওয়া হয়েছে, আমরা এভাবে চলতে দেব না।’
প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উপস্থিতিতে বৃহস্পতিবার ১৫৯টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, অনেকেই ভুয়া নথিপত্র ব্যবহার করে সেখানে কাজ করছেন। এই অভিযানে বিভিন্ন স্থান থেকে পাউণ্ডও উদ্ধার করা হয়েছে। যে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর মধ্যে ৪০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে হোম অফিস। আর বাকিদের অভিবাসন আইনে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হবে। পরে তাঁরা নিজেরাই নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে হোম অফিস জানিয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যের অভিবাসন কর্মকর্তারা ১৩০৩টি অভিযান চালায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
গত বছরের ডিসেম্বরে ঋষি সুনাক ঘোষণা দিয়েছিলেন, নৌকায় চড়ে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা তিনি বন্ধ করবেন। এর পর জানুয়ারি-মার্চ সময়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে।
কিন্তু সুনাক তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গত সপ্তাহে পার্লামেন্টের এক বিতর্কে বলেছেন, ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় করে অভিবাসীর আগমন ঠেকাতে তিনি কার্যকর ব্যবস্থা নেবেন। তিনি বলেন, মানবপাচারকারী চক্রকে পরাজিত করতে তিনি নতুন নতুন উদ্যোগ পন্থা কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছেন। আগামী সাধারণ নির্বাচনের আগেই অবৈধ অভিবাসী প্রবেশের একটি সুরাহা করার জন্য তাঁর সরকার বদ্ধপরিকর বলে জানান সুনাক।

আরও খবর

১৫ই আগস্ট ঘিরে উত্তাপ

সরকারের সামনে চ্যালেঞ্জ মতিউর রহমান চৌধুরী ♦ লণ্ডন, ১২ আগস্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আকস্মিক সরকার পতন। এর জেরে অস্থিরতা তৈরি হয়েছিল নানা ক্ষেত্রে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই অস্থিরতা কেটে যাচ্ছে ধীরে...

বাংলাদেশীরা বলির পাঁঠা?

বাংলাদেশীরা বলির পাঁঠা?

লেবার লিডার কিয়ার স্টারমারের চরম আপত্তিকর মন্তব্যে ব্রিটেনজুড়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ০১ জুলাই: আগামী ৪ জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এমনিতেই ফিলিস্তিনের গাজা ইস্যুতে লেবার পার্টির ভূমিকা নিয়ে...

চাপে রুশনারা, নির্ভার আপসানা

চাপে রুশনারা, নির্ভার আপসানা

৪ জুলাইর নির্বাচনে মুসলিম ভোটের নির্ধারক হবে গাজা ইস্যু পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ১০ জুন: আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা দাখিল চূড়ান্ত হয়েছে। ৭ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। লেবার দলীয় চার বাংলাদেশি বংশোদ্ভূত...

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

আরও পড়ুন »

 

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...