আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“আরএসভি সংক্রমণের গুরুতর উপসর্গ থেকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকা নেওয়া এবং এটি আপনার জীবন বাঁচাতে পারে।”

ডাঃ মোহিত মন্দিরাদত্তা
জিপি, ওয়েস্ট মিডল্যাণ্ডস

আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“আরএসভি আক্রান্ত হলে তা থেকে সব শিশু গুরুতর ফুসফুসের সংক্রমণের ঝুঁকিতে পড়ে। গর্ভাবস্থায় আপনি আরএসভি টিকা নিলে তা আপনার শিশুকে সুরক্ষা দিতে সহায়তা করে।”

ডাঃ ওজি ইলোজু
জিপি, লণ্ডন

আরএসভি সংক্রমণ থেকে নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত করুন

“বয়স বাড়ার সাথে সাথে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই তাদের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হয়ে থাকে। তারা সহজেই এটিতে আক্রান্ত হতে পারেন এবং এক্ষেত্রে গুরুতর উপসর্গ সৃষ্টির আশঙ্কাও বেশি থাকে।”

উত্তাল মার্চ

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

সম্পাদকীয়

সাংবাদিক গোলাম রব্বানির খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

জুন ২১, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ | সম্পাদকীয়

সম্পাদকীয়

সাংবাদিক গোলাম রব্বানি চেয়ারম্যান মাহমুদুল আলমের অপকর্মের সংবাদ পরিবেশন করেছিলেন। দোষ এটাই। লজ্জিত না হয়ে উপরন্তু হামলে পড়েন অপকর্মকারি। কারণ তিনি চেয়ারম্যান। তা-ও আবার ক্ষমতাসীন দলের ধ্বজাধারী।
চেয়ারম্যান এই সরকারের নিবর্তনমূলক আইন ডিজিটাল আইনে মামলা করেন। সেখানেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিজে উপস্থিত থেকে পেটোয়াবাহিনী দিয়ে পিটিয়ে হত্যা করান সাংবাদিক গোলাম রব্বানিকে। গোলাম রব্বানির ঘাতকেরা গ্রেফতার হয়েছে। তাঁর স্বজনরা সুষ্ঠু বিচার পাবেন কিনা সে প্রশ্নের জবাব তো অনেক দূর। কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে, গোলাম রব্বানি সাংবাদিক হিশেবেও আর ফিরবেন না। আদরের  সন্তান হিশেবেও মায়ের কোলে আর ফেরা হবে না তাঁর। পরিবারে এই শূন্যতা কখনো পূরণ হবে না।
এই অসহ্য অন্যায় আচরণ এবং হিংস্র হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ এসেছে সর্বমহল থেকে। কথায় আছে ‘অসির চেয়ে মসি শক্তিশালী’। কিন্তু এই আপ্তবাক্য যেনো মিথ্যা প্রমাণিত এখন বাংলাদেশে প্রতিদিন।
গণমাধ্যমের সাংবাদিকরা বাংলাদেশে অপেক্ষাকৃত বেশী অনিরাপদ- এই বিষয়টি দেশবিদেশের সকলের জানা। এই অনিরাপদ পেশায় সাংবাদিকরা দেশে একটি সুস্থ সমাজ নির্মাণের প্রত্যয় থেকে নিজের জানবাজি রেখে কাজ করেন। কিন্তু সুস্থ সমাজ গড়ার দায় কি শুধু সাংবাদিকের?
বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ গোলাম রব্বানির হত্যা বিচার ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঢাকায়ও সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ করেছে। জামালপুরের সাংবাদিকেরা জেলা পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমদের অপসারণ চেয়েছেন। কারণ, ঐ পুলিশ সুপার বলেছেন, খুনিচক্র নাকি গোলাম রব্বানিকে হত্যা করার জন্য মারধর করেনি। ‘শিক্ষা’ দেওয়ার জন্য মারধর করেছে। খুনিরা কি রব্বানিকে হত্যার আগে পুলিশ সুপারের সঙ্গে পরামর্শ করে গিয়েছিল? একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কীভাবে খুনিদের পক্ষে সাফাই গাইতে এমন আবোলতাবোলও বকতে পারেন?
এই বক্তব্যটি এসেছে বিভিন্ন গণমাধ্যমে। পুলিশ সুপারের এই বক্তব্যের মধ্যেই রয়েছে বিচারহীনতার সংস্কৃতির প্রমাণ। বিচারকে প্রভাবিত করার উদ্দেশে দেয়া জামালপুরের জেলা পুলিশ সুপার নাসিরউদ্দিনের দেয়া এই বক্তব্য থেকে আগাম যে বার্তাটি পাওয়া যাচ্ছে, তা শুধু নিহতের পরিবারের জন্য?নয়, সাংবাদিকসহ সমাজের সভ্য যেকোনো নাগরিকের জন্য চরম অপমানজনক বলে আমরা মনে করি।
বছরের পর বছর ধরে সাংবাদিকদের ওপর যত খড়গ নেমে এসেছে, যত সাংবাদিক আক্রান্ত হয়েছেন- সবগুলোর ঘটনার পেছনে কার বা কাদের মদদ রয়েছে, সেসবের খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া ছিলো সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তো নিজেই সাংবাদিক নিপীড়নের হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী করে যখন যাকে ইচ্ছে নাজেহাল করতে ছাড়ছে না। নিজেদের অপকর্ম ঢাকতে এর ব্যবহার যে হচ্ছে সে নিয়ে সন্দেহ কম।
আমরা মনে করি, সাংবাদিকদের ‘শত্রু’ ভাবার এই বিনাশী সংস্কৃতি থেকে বাংলাদেশে কর্তব্যাক্তিদের বেরিয়ে আসতে হবে। এই কাজটি শুরু হতে হবে সরকারের শীর্ষ পর্যায় থেকে।
সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ড বাংলাদেশের নোংরা দলবাজী ভ্রষ্ট রাজনীতির ফলাফল। যে রাজনীতি আইনের শাসন নিশ্চি?কারী এবং সর্বব্যাপী বিচারহীনতার সংস্কৃতির প্রতিষ্ঠাতা ও লালনকারি। দেশবাসী মূঢ়ের মত শুধু দেখছে এবং সহ্য করছে মানবতার পতন, মানুষের মৌলিক অধিকার হরণ ও মনুষ্যত্বের অপমান। প্রতিবাদ করতে গেলেই খড়গ নামে, শক্তির আস্ফালন মানুষের দোরগোড়ায় লাফালাফি করে।
সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকারিদের যথাযথ বিচার দাবী করছি আমরা। গোলাম রব্বানির খুনিদের বিচারের মধ্যদিয়ে?বাংলাদেশ সত্য আর ন্যায় প্রতিষ্ঠার পথে এক কদম হলেও এগিয়ে যাক।

আরও পড়ুন »

বর্ণবাদী ইডিএলকে রুখতে হবে

ব্রিটেনজুড়ে বর্ণবাদী ইডিএল-এর চলমান তাণ্ডব রুখতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সপ্তাহে সাউথপোর্টে তিন শিশু মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাস্তায় পথচারীদের...

অভূতপূর্ব অবিস্মরণীয় এক বিপ্লব

বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা এখন খুবই জরুরী অভূতপূর্ব এক বিপ্লব হয়ে গেলো দেশে। দেড় দশকের একক রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এই পরিবর্তনের মূল কারিগর দেশের ছাত্র-জনতা। বিশেষ করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন নজির সৃষ্টি করেছে...

‘আসুন, ফিলিস্তিনীদের জন্য ‘ঈদ মোবারক’ পাঠাই

আসছে ১৬ জুন রোববার ব্রিটেনের মুসলমানরা পালন করবেন এবারের পবিত্র ঈদুল আজহা। আর এক দিনের ব্যবধানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবেন মহান এ দিনটি। ইসলামের অনুসারীদের জন্য বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হচ্ছে এই ঈদুল আজহা। একে কোরবানীর ঈদ নামেও...

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

আরও পড়ুন »

 

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

আমাদের হৃদযন্ত্রের কাজ হলো শরীরে রক্ত সঞ্চালন (পাম্প) করা। কার্ডিওভাসকুলার রোগ (সিভিডি) হৃদযন্ত্রের বা রক্তনালীগুলোর উপর প্রভাব ফেলে এবং এই রোগ বিশ্বব্যাপী অকাল মৃত্যু ও মানুষের অসক্ষম (ডিসএবল) হয়ে পড়ার প্রধান কারণ। তাই আমাদের বোঝা প্রয়োজন- কীভাবে আমাদের...

বাংলাদেশ-চীন সুদৃঢ় বন্ধনে জড়ানো আবশ্যক

গাজীউল হাসান খান ♦ চীনের একজন অত্যন্ত প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সম্প্রতি বলেছেন, বাংলাদেশের উচিত তার নিজ জাতীয় স্বার্থে কাজ করা, কোনো তৃতীয় পক্ষের জন্য নয়। কিন্তু পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কাজ দেশের স্বার্থে করেননি,...

শীতকালীন সর্দি-জ্বর নয় – রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) থেকে নিজেকে সুরক্ষিত করুন

শীতকালীন সর্দি-জ্বর নয় – রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) থেকে নিজেকে সুরক্ষিত করুন

রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস সংক্ষেপে আরএসভি দ্বারা সৃষ্ট ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে প্রতি বছর আমাদের হাজার হাজার বয়স্ক মানুষ এবং শিশু হাসপাতালে ভর্তি হন। এক্ষেত্রে আপনার কী জানা দরকার সে বিষয়ে জিপি ডাঃ মোহিত মন্দিরাদত্তা এবং ডা. ওজি ইলোজু ব্যাখ্যা করছেন। ডাঃ...

নতুন দল গণজাগরণের নয়া অধ্যায় রচনা করুক

গাজীউল হাসান খান ♦ ছাত্র-জনতার বিপ্লব বা অভ্যুত্থানের অগ্নিগর্ভে যাদের জন্ম, তাদের কাছে রাজনীতিগতভাবে নির্যাতিত কিংবা শোষিত-বঞ্চিত মানুষের প্রত্যাশাটা একটু বেশি থাকাই স্বাভাবিক। গণ-আন্দোলন কিংবা বৃহত্তর অর্থে গণ-অভ্যুত্থানের আপসহীন প্রক্রিয়ায়, চরম আত্মত্যাগের মধ্য...