নিরাপত্তা নিশ্চিতে সরকারী পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা
ই-বাইক এবং ই-স্কুটার এখন জনপ্রিয় একটি বাহন। বিশেষ করে অল্পবয়েসীদের কাছে এটি অধিকতর পছন্দের। এর পেছনে আর্থিক কারণের পাশাপাশি বাহনটির আরো অন্যান্য সুবিধা হয়তোবা রয়েছে। তবে ধারণা করা যেতে পারে যে, অপেক্ষাকৃত কম বয়েসীদের কাছে এই বাহন চালনায় একটি ‘ফান’ও রয়েছে। রাস্তাঘাটে চলাচলের সময় তা অন্যান্য সড়ক ব্যবহারকারীদের নজরে পড়ে। লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য বলছে, ই-বাইক এবং ই-স্কুটার থেকে সৃষ্ট অগ্নিকান্ড আহতদের প্রায় এক তৃতীয়াংশেরই বয়স বিশের কোঠায়। গত বছরের তুলনায় ই-বাইক এবং ই-স্কুটার সম্পর্কিত অগ্নিকান্ড৬০% বৃদ্ধি পেয়েছে বলে লন্ডন ফায়ার ব্রিগেডের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্ট আরো জানাচ্ছে, শুধু এই বছরের জানুয়ারী-জুলাই মাসের মধ্যে শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে ই-বাইক এবং ই-স্কুটার অগ্নিকাÐের রিপোর্টকৃত ১৩টি ঘটনায় তাদের ডাক পড়েছে। এটি বোধগম্য যে, জনবহুল টাওয়ার হ্যামলেটসে ই-বাইক বাই-স্কুটার অনেকের জন্যই সুবিধাজনক বাহন।
একই কারণে এই এলাকায়বাসস্থানগুলো বেশিরভাগই ফ্ল্যাট। আর ই-বাইক এবং ই-স্কুটার চার্জ দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। লন্ডন ফায়ার ব্রিগেডের দেয়া তথ্যমতে, টাওয়ার হ্যামলেটসে প্রতি মাসে গড়ে একটি ই-বাইক বা ই-স্কুটারে আগুন লাগে। এই আগুন যে প্রাণঘাতি হতে পারে তা স্পষ্ট হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেডের টাওয়ার হ্যামলেটস বারা কমান্ডার রিচার্ড ট্যাপের সাম্প্রতিক এক বক্তব্যে। তিনি বলছেন, “এটি খুবই উদ্বেগজনক যে আমরা ই-বাইক এবং ই-স্কুটারগুলির সাথে জড়িত ঘটনাগুলির বৃদ্ধি দেখতে পাচ্ছি। যখন এর ব্যাটারি এবং চার্জারগুলি ত্রুটি দেখা দেয়, তখন এগুলোর আচরণ ভয়াবহ হয় এবং এর কারণে সৃষ্ট আগুন এতদ্রুত ছড়িয়ে পড়ে যে পরিস্থিতি দ্রুত অবিশ্বাস্যভাবে গুরুতর হয়ে উঠতে পারে।” এ বছরের মার্চ মাসে টাওয়ার হ্যামলেটসে ঘটে যাওয়া একটি ই-বাইক অগ্নিকান্ড দুঃখজনকভাবে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় করোনার-এর পক্ষ থেকে অফিস ফর প্রোডাক্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড সেফটি (ওপিএসএস)-কে অধিকতর নিরাপত্তা মান প্রবর্তনের জন্য বলা হয়েছিলো।
স্মরণ করা যেতে পারে যে, ই-বাইক এবং ই-স্কুটারের ঢালাওভাবে প্রচলন শুরুর সরকারী ঘোষণা আসার পর এনিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ হয়েছিলো। বিশেষ করে রাস্তাঘাটে এর বেপরোয়া ব্যবহার এবং পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করা না হলে ব্যাটারী চার্জের সময় আগুন লেগে দুর্ঘটনার আশঙ্কার কথা বলেছিলেন বিশেষজ্ঞরা। এখন তাদের সেই আশঙ্কাই বাস্তবে দেখা যাচ্ছে। জানা গেছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে ই-বাইক এবং ই-স্কুটারগুলির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান অগ্নিকান্ড উদ্বেগ জানিয়ে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে কেন্দ্রীয়?সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। হোম সেক্রেটারী সুয়েলা ব্র্যাভারম্যানের কাছে লেখা এক চিঠিতে কাউন্সিল বাসিন্দাদের সুরক্ষার জন্য এ ব্যাপারে আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে। তবে সরকারী পদক্ষেপের পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন জনসচেতনতা। টাওয়ার হ্যামলেটসের ৮০ শতাংশ বাড়িই হচ্ছে ফ্ল্যাট। তাই আগুন লাগলে দ্রুত গতিতে তা ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। আমরা মনে করি, এই বাইকগুলো ঘরে চার্জ দেয়া পরিহার করাটাই এর ব্যবহারকারীদের জন্য আপাত পদক্ষেপ হওয়া উচিত। ০০