প্রধান খবর

লণ্ডনের বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত

৩১ অক্টোবর ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ | প্রধান খবর

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধের দাবি

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ৩০ অক্টোবর: গাজায় ইসরাইলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদের পাশাপাশি ব্রিটিশ সরকারকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর দাবি নিয়ে লণ্ডনে গত শনিবার আয়োজিত পদযাত্রা ও সমাবেশেও লাখ লাখ মানুষ যোগ দিয়েছেন। গাজা উপত্যকায় ইসরাইলের বিমান ও স্থল হামলা জোরদার করার প্রতিবাদে ২৮ অক্টোবর শনিবার দুপর ১২টায় এ বিক্ষোভের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, ফ্রেণ্ডস অফ আল-আকসা ও তাদের সহযোগী সংগঠন।

গাজায় যুদ্ধবন্ধের দাবিতে লণ্ডনে ২৮ অক্টোবর শনিবার আয়োজিত সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দেন। ছবি : মনিরুজ্জামান সামি

গত তিন সপ্তাহ ধরে প্রতি শনিবার লণ্ডনসহ যুক্তরাজ্যের প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা ও নানা ফেস্টুন-ব্যানার হাতে অংশ নিচ্ছেন নানা বর্ণ ও বয়েসের মানুষ। 

গত শনিবারের সমাবেশে যোগ দিতে উপস্থিতরা দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের কাছেই গোল্ডেন জুবিলি ব্রিজের কাছে জড়ো হন। সেখান থেকে ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘মুক্ত ফিলিস্তিন’ ও ‘ইসরায়েলি দখলদারিত্বের অবসান করো’ লেখা প্লেকার্ড ও ব্যানার নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট অভিমুখে বিক্ষোভকারীরা যাত্রা শুরু করেন।

এ সময় সাউন্ড সিস্টেম থেকে ‘ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ কর, গাজায় বোমাবর্ষণ বন্ধ কর’ ও ‘আমরা সবাই ফিলিস্তিনি’ স্লোগান ভেসে আসে। জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী ভূমির কথা উল্লেখ করে মিছিল থেকে স্লোগান ওঠে ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিনি মুক্ত হবে’। গত শনিবার ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত লণ্ডনের বিক্ষোভটি এর আগের সপ্তাহের চেয়েও অনেক বড় ছিলো। আয়োজকরা বলছেন, স্মরণকালের বৃহত্তম এই বিক্ষোভ সমাবেশে পাঁচ লাখের মতো মানুষ অংশ নিয়েছেন। তবে লণ্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে বিবিসির বলছে, এই সমাবেশে মাত্র ৭০,০০০ মানুষ অংশ নিয়েছেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও কার্যালয় অতিক্রম করার পর পার্লামেন্ট স্কোয়ারে সমাবেশের পর বিক্ষোভটি কর্মসূচী শেষ হয়। 

এদিকে, ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাজ্যের সুনাক সরকার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে বিরত রয়েছে। এর পরিবর্তে গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক করিডরের পক্ষে সমর্থন জানিয়েছেন সুনাক।

গত ৭ অক্টোবর স্বাধীনতাকামী হামাস সেনাদের ইসরায়েল হামলার পর থেকে ইসরায়েলের তথাকথিত ‘আত্মরক্ষার অধিকারকে’ সমর্থন জানিয়ে আসছে ব্রিটেন।

তবে লণ্ডনের মেয়র সাদিক খান প্রকাশ্যেই গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। যদিও তাঁর দল লেবার পার্টির শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে এখনো পশ্চিমা অবস্থানের পক্ষেই কথা বলছেন। বিক্ষোভকারীদের একজন ক্যামিল রেভুয়েল্ডা বলেন, ‘ক্ষমতায় থাকা পরাশক্তিরা এ মুহূর্তে যথেষ্ট কাজ করছে না। তাই আমরা আজ এখানে জড়ো হয়েছি। আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকার এবং সমস্ত অধিকারের আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এটি হামাসের বিষয় নয়। এটি ফিলিস্তিনিদের জীবন রক্ষার বিষয়।’ 

এর আগের শনিবারও ফিলিস্তিনপন্থী মিছিলে লাখো মানুষ গাজায় হামলা থামানোর পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানান।  এর আগে, পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ভুল তথ্য ছড়ানো ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন আগের মত পশ্চিমা গণমাধ্যমগুলোর মিথ্যাচার কিংবা সত্য গোপন করে রাখার চেষ্টা কাজ করছে না। গাজায় কি হচ্ছে মানুষ দেখছে। অনেক ইহুদি ধর্মাবলম্বী এবং ইসরাইলের সাবেক সেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিদের প্রতি ইসরাইলের বর্ণবাদী, বর্বর আচরণের কথা তুলে ধরছেন। ফলে রাজনীতিকরা ইসরাইলের পক্ষে অবস্থান ঘোষণা করলেও লাখ লাখ জনগণ রাস্তায় বের হয়ে জানান দিচ্ছে তারা সরকারের অবস্থানের সাথে একমত নয়। তারা ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের পক্ষে।

লণ্ডনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরষ্ক এবং আরব বিশ্বের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন শহরে ইসরাইলি বর্বরতা থামাতে বিক্ষোভ করছে মানুষ। 

আরও খবর

১৫ই আগস্ট ঘিরে উত্তাপ

সরকারের সামনে চ্যালেঞ্জ মতিউর রহমান চৌধুরী ♦ লণ্ডন, ১২ আগস্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আকস্মিক সরকার পতন। এর জেরে অস্থিরতা তৈরি হয়েছিল নানা ক্ষেত্রে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই অস্থিরতা কেটে যাচ্ছে ধীরে...

বাংলাদেশীরা বলির পাঁঠা?

বাংলাদেশীরা বলির পাঁঠা?

লেবার লিডার কিয়ার স্টারমারের চরম আপত্তিকর মন্তব্যে ব্রিটেনজুড়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ০১ জুলাই: আগামী ৪ জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এমনিতেই ফিলিস্তিনের গাজা ইস্যুতে লেবার পার্টির ভূমিকা নিয়ে...

চাপে রুশনারা, নির্ভার আপসানা

চাপে রুশনারা, নির্ভার আপসানা

৪ জুলাইর নির্বাচনে মুসলিম ভোটের নির্ধারক হবে গাজা ইস্যু পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ১০ জুন: আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা দাখিল চূড়ান্ত হয়েছে। ৭ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। লেবার দলীয় চার বাংলাদেশি বংশোদ্ভূত...

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

আরও পড়ুন »

 

ট্রাম্পের ভাঁওতাবাজি এখন ঘাটে ঘাটে আটকে যাচ্ছে

গাজীউল হাসান খান ♦ নিয়তি বলে যে কথাটি প্রচলিত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে তা কতটুকু প্রভাব ফেলে, আমার জানা নেই। পশ্চিমা জগতের কট্টরবাদী রাজনীতিক, যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র পরিচালনায় এখন বহুমুখী অনভিপ্রেত চাপের মুখে নিয়তির খেলায় গা...

ইরান আক্রমণ নিয়ে ফাঁদে পড়েছেন ট্রাম্প

গাজীউল হাসান খান গণমাধ্যমের সংবাদ বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ‘দিশাহীন ও বেপরোয়া’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো গুরুতর ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না। এর মূল কারণ হচ্ছে ট্রাম্প খুব ভেবেচিন্তে কোনো কথা বলেন না। তবে তিনি নিজেকে বিশ্বের...

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

কেয়ার ফর সেইন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্যের শিল্পকর্ম প্রদর্শনী

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ এপ্রিল: টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এই এলাকার মানুষের জীবনযাত্রা নিয়ে দুর্লভ শিল্পকর্মের এক বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ‘কেয়ার ফর সেইন্ট অ্যান' চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেইন্ট অ্যান চার্চে এই প্রদর্শনীর...

ভবিষ্যতের সংঘাত ঠেকাতে এখনই ব্যবস্থা নিন

গাজীউল হাসান খান ♦ পতিত হাসিনা সরকারের দীর্ঘ শাসনকালের একটা সময়ে, সম্ভবত শুরু থেকে মাঝামাঝি কোনো অবস্থায়, দেশের কোনো একটি গণমাধ্যমে একটি চমৎকার স্লোগান দেখতে পেতাম। সেটি হচ্ছে : ‘আপনি বদলে যান, সমাজ বদলে যাবে।’ চারিত্রিক দিক থেকে আমরা সবাই যদি পরিশুদ্ধ হতে পারি, তাহলে...