পত্রিকা ডেস্ক ♦
লণ্ডন, ১৬ জানুয়ারি: যুক্তরাজ্যের সাধারণ মানুষ একভাবে মরেই আছে। তার ওপর একের পর এক খাঁড়ার ঘায়ে একেবারে বিপর্যস্ত দেশটির সাধারণ মানুষের জীবন। সেই যে ব্রেক্সিট থেকে শুরু হয়েছে দুর্দশা, এখনো তার জের চলছে। আরও এক বছর তা চলবে বলেই মনে করছে যুক্তরাজ্যের গবেষণাপ্রতিষ্ঠান রেজ্যুশন ফাউণ্ডেশন।
এক জরিপে রেজ্যুশন ফাউণ্ডেশন জানিয়েছে, যুক্তরাজ্যে পরিবার প্রতি বার্ষিক গড় আয় ২ হাজার পাউণ্ডের বেশি কমবে। বলা হয়েছে, চলতি অর্থবছরে সে দেশের মানুষের গড় আয় ৩ শতাংশ এবং আগামী অর্থবছরে অর্থাৎ এ বছরের এপ্রিল থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত মানুষের আয় কমবে ৪ শতাংশ। এতে দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাবে সাধারণ মানুষ। তবে দুর্যোগের এ সময়ও অতিধনীদের আয় বাড়বে-রেজ্যুলেশন ফাউণ্ডেশন এমন কথাই বলছে।
গত বছর যুক্তরাজ্যের মূল্যস্ফীতি একাধিকবার রেকর্ড ভেঙেছে। এর মধ্যে আবার দেশটির বিভিন্ন খাতের শ্রমিকেরা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতে রেজ্যুশন ফাউণ্ডেশন এমন শঙ্কার কথা জানাল। এদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম কমে আসছে। ফলে আগামী কয়েক মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার কমে আসবে বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে অনেক পরিবারেই তার প্রভাব পড়বে না। কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটির সরকার এখন জ্বালানি খাতে যে ভর্তুকি দিচ্ছে, তা একসময় কমাতে বাধ্য হবে।