আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

শনিবার, ৪ মে ২০২৪

প্রধান খবর

রাজা চার্লস ঘুরে গেলেন বাঙালী পাড়া 

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ | প্রধান খবর

পত্রিকা প্রতিবেদন  ♦

লণ্ডন, ১৩ ফেব্রুয়ারি: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ঘুরে গেলেন বাঙালী পাড়া। যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলা টাউনে এক ঘন্টা বিশ মিনিটের সফরে এসেছিলেন তিনি স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাকে সঙ্গে নিয়ে।  বাঙালীর গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারীর ৮ তারিখে এই রাজকীয় সফরের শুরু হয় শহীদ মিনারে কমিউনিটির নানা পেশার মানুষের সাথে কুশল বিনিময় আর সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্যদিয়ে। 

বর্ণবাদী হামলায় নিহত আলতাব আলী স্মরণে বৃক্ষরোপণ

সফরের শুরু শহীদ মিনারে সমাপ্ত হলো মসজিদ পরিদর্শনের মধ্যদিয়ে

সফরের আয়োজক ও কুইন কনসর্টকে সঙ্গে নিয়ে রাজা চার্লস ৪৫ বছর আগে এই এলাকায় বর্ণবাদীদের হামলায় নিহত আলতাব আলী স্মরণে শহীদ মিনারের সম্মুখবর্তী একটি অংশে এলম ট্রি-র একটি চারা রোপণ করেন।  ছবি : কয়েস মিয়া

উল্লেখ্য, বাঙালির বর্ণবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের স্মারক আলতাব আলী পার্কে অবস্থিত বাংলা ভাষার সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্যের প্রতীক এই শহীদ মিনার।  শহীদ মিনার থেকে বেরিয়ে গাড়িযোগে বাংলা টাউন গেইট এরপর ব্রিকলেন ধরে হেঁটে গিয়ে ঐতিহ্যবাহী গ্রাম বাংলা রেস্টুরেন্ট পরিদর্শন শেষে তিনশ’ বছরের ইতিহাসসমৃদ্ধ ভবনে বর্তমানে ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনাকেন্দ্র ব্রিকলেইন জামে মসজিদ পরিদর্শনের মধ্যদিয়ে শেষ হয় রাজার বাংলা পাড়া সফর। 

বাকিংহাম প্যালেসের ঘোষিত সফরসূচী অনুযায়ি সকাল ১১টায় রাজা ও কুইন কনসর্ট এসে পৌঁছান আলতাব আলী পার্কের ফটকে। সেখানে তাঁদের স্বাগত জানান রাজ প্রতিনিধি গ্রেটার লণ্ডনের লর্ড লেফটেন্যান্ট স্যার কেনেথ ওলিসা ওবিই। তিনি এ সময় টাওয়ার হ্যামলেটস বারার স্পীকারকে রাজার সাথে পরিচয় করিয়ে দেন। তার সাথে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের বারার ডেপুটি লেফটেন্যান্ট ড. আব্দুল বারী এমবিই। টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার শাফি আহমদ এবং নির্বাহী মেয়রের প্রতিনিধি ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার রাজ-অতিথিদের স্বাগত জানান। এর পরই বাংলা পাড়ায় রাজা ও কুইন কনসর্টকে স্বাগত জানান সফরের আয়োজক প্রতিষ্ঠান ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এণ্ড ইন্সপিরেশন (বিবিপিআইয়ের) প্রতিষ্ঠাতা ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই জেপি ও কাউন্সিলার আবদাল উল্লাহ।  রাজা ও কুইন কনসর্ট এরপর আলতাব আলী পার্কে অপেক্ষমান আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন। রাজ অতিথিরা এরপর চলে আসেন শহীদ মিনারের মূল চত্বরে। এ সময় মালবেরী স্কুল এবং লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীর শিক্ষার্থীরা ব্রিটেনের জাতীয় পতাকা নেড়ে তাঁদেরকে স্বাগত জানায়।

এখানে রাজা ও কুইন কনসর্টের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় ৭০-এর দশকে লণ্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয়া ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বাংলা মিডিয়া ও সংষ্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। রাজা ও কুইন কনসর্টের সাথে এখানে যাঁদের পরিচয় করিয়ে দেয়া হয় তাঁদের মধ্যে ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি লীডার রাজন উদ্দিন জালাল, সাবেক লীডার হেলাল উদ্দিন আব্বাস ও আনসার আহমদ উল্লাহ; ব্রিটেনে বর্ণসাম্য নিয়ে কাজ করা ‘থিঙ্ক ট্যাঙ্ক’ রানীমেইড ট্রাস্টের প্রধান নির্বাহী ড. হালিমা, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব ড. জাকি রেজওয়ানা আনোয়ার, উর্মি মাজহার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার।

পরিচিতি পর্বে বিভিন্নজনের সাথে অতিথিদের সংক্ষিপ্ত আলাপচারিতায় ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের ভাষা আন্দোলন ও শহীদ মিনারের তাৎপর্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয় স্থান পায়। একে একে রাজ-অতিথিকে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহ নিয়ে শহীদ মিনারের মূল চত্ত্বরে প্রতীক্ষায় থাকা মালবেরী স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন রাজা চার্লস ও কুইন কনসর্ট।

উল্লেখ্য, আলতাব আলী পার্কে রাজা এসে পৌঁছবার আগেই সফরের আয়োজক বিবিপিআই, লণ্ডন বাংলা প্রেস ক্লাব, শহীদ মিনার কমিটি, মালবেরী স্কুল এবং লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীর পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাঙালীর ভাষার মাসে বাংলা টাউনে ব্রিটেনের রাজার সফর অন্য মাত্রার তাৎপর্য বহন করে বলে অনেকেই মনে করেন। 

সফরের আয়োজক ও কুইন কনসর্টকে সঙ্গে নিয়ে রাজা চার্লস এরপর ৪৫ বছর আগে এই এলাকায় বর্ণবাদীদের হামলায় নিহত আলতাব আলী স্মরণে শহীদ মিনারের কাছেই এলম ট্রি-র একটি চারাগাছ রোপণ করেন।  এ সময় সঙ্গীত শিল্পী সোহিনী আলম পরিবেশন করেন বিবিপিআইয়ের থিম সং: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এর পর রাজা ও কুইন কনসর্ট তাঁর গাড়িবহর নিয়ে অসবোর্ন স্ট্রিট হয়ে ব্রিক লেইনে বাংলা টাউন গেইটে পৌঁছান। সেখানে রাজদম্পতিকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ও বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এখানে আরও উপস্থিত ছিলেন বাংলা টাউন ফটকের কাছে রাস্তার পার্শ্ববর্তী ভবনে ‘মাটির টান’ শীর্ষক দেয়ালচিত্রের অঙ্কন শিল্পী মোহাম্মদ আলী এমবিই এবং বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী, উদ্যোক্তা ও চ্যারিটি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় হাজারো জনতা হাত নেড়ে, তাঁদের সাথে হাত মিলিয়ে ও তাঁদের পু?স্তবক উপহার দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। স্থানীয় ক্রাইস্টচার্চ স্কুলের শিশু শিক্ষার্থীরা ব্রিটেনের জাতীয় পতাকা নেড়ে রাজ অতিথিদের শুভেচ্ছা জানায়। প্রখ্যাত নৃত্যশিল্পী সোনিয়া সুলতানা ও তাঁর দলের বাংলার লোকজ নৃত্য পরিবেশন আর ঢোলক বাদ্য বাজিয়ে রাজা ও কুইন কনসর্টকে ব্রিকলেইনে বরণ করে নেয় হয়। 

ব্রিকলেইনে উচ্ছসিত জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ের পর রাজা যান ঐতিহ্যবাহী গ্রাম বাংলা রেস্টুরেন্টে। একটি নৃত্যদলের প্রদর্শনীর সঙ্গে রাজা ও কুইন কনসোর্ট হেঁটে যান ‘গ্রাম বাংলা’ রেস্টুরেন্ট পর্যন্ত। সেখানে রাজা কথা বলেন সফল বাংলাদেশিদের নিয়ে কাজ করা সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যাণ্ড ইন্সপিরেশন’ (বিবিপিআই) সঙ্গে যুক্ত নারীদের সঙ্গে। পরিচিতি হন বিবিপিআই জামদানী নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত ব্রিটিশ বাঙালি নারী উদ্যোক্তার সাথে। এসময় প্রপা রেজওয়ানা আনওয়ার কুইন কনসর্টকে বিবিপিআই জামদানী নেটওয়ার্কের পক্ষ থেকে বাংলাদেশের একটি বিখ্যাত জামদানী শাড়ি উপহার দেন। আরেক নারী তাঁর সম্প্রতি প্রকাশিত বইয়ের একটি কপি রাজা চার্লসকে উপহার দেন।  গ্রাম বাংলা থেকে রাজকীয় অতিথিরা হেঁটে যান ঐতিহাসিক ব্রিক লেইন জামে মসজিদে। রাস্তার দু’পাশে তখনও হাজারো মানুষ দাঁড়িয়ে রাজদর্শনের অপেক্ষায়। রাজা ও কুইন কনসর্টকে মসজিদে স্বাগত জানান মসজিদের ট্রাস্টিবৃন্দ। এসময় মুসলিম রীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মাথায় কাপড় দেন কুইন কনসর্ট। মসজিদের ট্রাস্টিবৃন্দ এবং অন্যান্য অতিথিদের সাথে রাজদম্পতি কুশল বিনিময় করেন। অতিথিদের কাছে মসজিদ ভবনের তিনশ’ বছরের ইতিহাসের কথা তুলে ধরা হয়। এসময় একজন খ্রীস্টান ও একজন ইহুদী ধর্মনেতা সেখানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাঙালি পাড়ায় এটি রাজা চার্লসের প্রথম সফর। রাজা হওয়ার আগে রাজকুমার চার্লস ২০০১ সালে পূর্ব লণ্ডনে বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লণ্ডন মসজিদ পরিদর্শনে এসেছিলেন। এরও আগে আশির দশকে তিনি এই এলাকার একটি গৃহায়ন প্রকল্প উদ্বোধনে এসেছিলেন। 

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস পূর্ব লণ্ডনের টাওয়ার হ্যামলেটসে। এই কাউন্সিলেরই একটি নির্বাচনী ওয়ার্ড বাংলা টাউন। সেখানেই অবস্থিত লণ্ডনের কারি ক্যাপিটালখ্যাত ব্রিক লেন। আর এই বাংলা টাউনকে ঘিরেই রয়েছে এদেশে বাঙালির বর্ণবাদ বিরোধী সংগ্রামের স্মারক আলতাব আলী পার্ক যেখানে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে বাংলা ভাষার সংগ্রাম, ত্যাগ আর ঐতিহ্যের স্মারক শহীদ মিনার। বাংলা টাউন সফর শেষে করে যান রাজা স্ট্রাটফোর্ডে অবস্থিত ইউনিভার্সিটি অব ইস্ট লণ্ডনে। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়টির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং চিকিৎসা শিক্ষার একটি নতুন ভবন উদ্বোধনে অংশ নেন।

সফরের পুরোটা সময় জুড়েই তাদের সঙ্গ দেন আয়োজক প্রতিষ্ঠান বিবিপিআই-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি আয়েশা কোরেশী এমবিই জেপি ও কাউন্সিলার আবদাল উল্লাহ।

এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমাদের কমিউনিটি এবং পূর্ব পূরুষদের অবদানকে তুলে ধরতে রাজার এই ঐতিহাসিক সফর আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত।’

উল্লেখ্য, গত বছরের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর এলিজাবেথের মৃত্যুর পর প্রথাগতভাবেই তাঁর উত্তরাধিকারী হয়েছেন বড় ছেলে তৃতীয় চার্লস। রাজা হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও আগামী ৬ মে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নতুন রাজত্বের আনুষ্ঠানিক অভিষেক উদযাপন করা হবে।

আরও খবর

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

এভারেস্ট জয়ী আকি রহমানের নতুন পর্বত-অভিযান

এভারেস্ট জয়ী আকি রহমানের নতুন পর্বত-অভিযান

বিশ্বের ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে বিপন্নদের জন্য সংগ্রহ করতে চান ১.৫ মিলিয়ন পাউণ্ড ইব্রাহিম খলিল ♦ লণ্ডন, ২৪ মার্চ: বিশ্বের বিপদসংকুল ১৪টি উচুঁ পর্বত আরোহণের নতুন অভিযানে নেমেছেন এভারেস্ট জয়ী আকি রহমান। এই পর্বত-অভিযানের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করতে চান ১ দশমিক ৫...

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেয়া মার্কিন সেনা অ্যারণ মারা গেছেন

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেয়া মার্কিন সেনা অ্যারণ মারা গেছেন

জীবন দিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ২৬ ফেব্রুয়ারি: ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে দুনিয়াব্যাপী আলোড়ন তোলা মার্কিন সেনা অ্যারণ বুশনেল অবশেষে মারা গেছেন।  এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি...

গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা ইউরোপ-আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তার

গাজা নিয়ে নিজস্ব নীতির সমালোচনা ইউরোপ-আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তার

পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০৫ ফেব্রুয়ারি: ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হচ্ছে। আর এ পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর সরকার কিছুই করতে পারছে না। গাজা নিয়ে নিজ নিজ সরকারের নীতির সমালোচনা করে এমন কথাই বলেছেন পশ্চিমা দেশগুলোর আট শতাধিক সরকারি কর্মকর্তা।...

আরও পড়ুন »

 

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে? এ ব্যাপারে লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের চক্ষুবিদ্যা (অপথালমোলজির)-এর ক্লিনিক্যাল প্রধান (লিড) ডাঃ এভলিন মেনসাহ ব্যাখ্যা করে বলেন, "যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...