আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

সোমবার, ৬ মে ২০২৪

সম্পাদকীয়

দায়িত্বশীলদের আবোল-তাবোল

জুন ১৪, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ | সম্পাদকীয়

ভোট দিতে না পারলে চিৎকার দেবেন

বাংলাদেশে দায়িত্বশীলদের যাচ্ছেতাই কথাবার্তা যেনো স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। যত্রতত্র তারা আবোল-তাবোল বকেই চলেছেন। বৈঠক কিংবা সমাবেশ হোক আর সাংবাদিকদের প্রশ্নের জবাবই হোক হাস্যকর এবং অসংলগ্ন কথাবার্তা বলতে এদের বোধ কিংবা রুচিতে যেনো বাধে না। ক্ষেত্রবিশেষে মিথ্যাচারেও তাদের কেউ কেউ বেশ পারঙ্গম।

সম্প্রতি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের সিলেটে দেয়া এক পরামর্শ শুনে মানুষ হাসবে না কাঁদবে তা ঠিক করাই মুশকিল হয়ে পড়েছে। সিলেটের এক জনাকীর্ণ সভায় তিনি যে চমৎকার! পরামর্শ দিয়েছেন তার তারিফ না করে উপায়?নেই। তিনি বলেছেন, ‘ভোট না দিতে পারলে, চিৎকার করবেন, আমরা ব্যবস্থা নিবো।’

আমরা মনে করি, উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষ তার এ দায়িত্বহীন বক্তব্যে হেসেছেন। এমনই হাস্যকর ও দায়িত্বহীন বক্তব্যদাতা ব্যক্তিরাই আমাদের নির্বাচন কমিশনের মতো জনগুরুত্বপূর্ণ পদে বহাল হন এবং জনগণের আস্থার স্থানটি দখল করে আবোল-তাবোল বকেন। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের এ আবোল-তাবোল বক্তব্য চরম হতাশাজনক। প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন হচ্ছে, সিলেটে একজন ভোটার সঠিকভাবে ভোট দিতে না পারলে তিনি আপনার পরামর্শ মতো ‘চিৎকার’ দিলেন। এরপর কমিশন ঢাকায় বসে কী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম? অভিযোগটা আমলে নেবেন, এইতো? কিন্তু এসব ব্যাপারে নির্বাচন কমিশনের আমলনামা কি মানুষের আস্থা জাগায়? আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের মুরোদ থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের চিৎকার দেওয়ার দরকার পড়তো কি? এই দেশটিতে ন্যূনতম মানের সুষ্ঠু নির্বাচন আয়োজনকে দায়িত্বশীলরা বছরের পর বছরের ধরে নির্বাসনে পাঠিয়েছেন বলে অন্য দেশ এখন তার দেশের ভিসানীতি আরোপ করে আমাদের শাসায়। এতে দায়িত্বশীলদের লজ্জা হয় কিনা জানিনা কিন্তু দেশের সাধারণ মানুষের হয়। প্রধান নির্বাচন কমিশনার, আপনি কী খেয়াল করেছেন আপনার এই ‘চিৎকার দেবার’ সুপরামর্শের অর্থ কী দাঁড়ায়? আমাদের কাছে এর সহজ অর্থ হচ্ছে- জনগণের ভোট ডাকাতির আয়োজনকে ভোটকেন্দ্র পর্যন্ত চলে আসতে উৎসাহিত করা।

ডাকাতদের তৎপরতাকে প্রশ্রয় দেয়া। কারণ, ভোটকেন্দ্রে যাবার আগেই তো নির্বাচন কমিশনের মাস্তানী সামাল দেবার কথা। একজন নাগরিকের ভোট প্রয়োগের অধিকার যখন লুট হয়, তখন চিৎকার দিলে কী লাভ হবে? এ অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। তা না পারলে নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। কিন্তু তা করবেন না। বরং জনগণকে কী করতে হবে তার প্রেসক্রিপশন দেবেন। যে সিলেটে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার চিৎকার করার পরামর্শ দিলেন সেই সিলেটেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এখনো ঘুরে বেড়াচ্ছেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সেই অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। 

এরপরও আপনাদের মতো দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ জনগণকে কেমন করে এতো বোকাসোকা ভাবেন আর তাদের সামনে আবোল-তাবোল বলেন তা বিস্ময়েরই বিষয়। স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর অতিবাহিত হবার পরও আমরা ন্যায়-অন্যায় বোধে নেই, বুদ্ধিতে নেই, রুচিতে নেই, আস্থায় নেই, ব্যবস্থা গ্রহণেও নেই। চিৎকারেই পড়ে রইলাম! এই সময়ে ভোট কেড়ে নেয়ার ঘটনা কম ঘটেছে? দিনের ভোট আগের রাতে সম্পন্ন হয়নি? বরিশালে মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলা প্রসঙ্গে আপনি বলেছেন, তার ওপর হামলা হলেও ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়নি। তিনি (ফয়জুল করিম) হামলায় রক্তাক্ত হয়েছেন, এমন তথ্য তুলে ধরে সাংবাদিকেরা প্রশ্ন করলে আপনি পাল্টা জিজ্ঞেস করেছেন উনি কি ইন্তেকাল করেছেন? এরপর তো আর কোন কথা খাটে না। চিৎকার করেও না।  

আরও পড়ুন »

স্বাধীনতার অর্ধ শতাব্দী, মুক্তি কত দূরে?

স্বাধীনতা অর্জন যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। কথাটা গুণীজনদের। উনিশ একাত্তর সালের ২৬ মার্চ সেই অমিত সাহস নিয়ে বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জনের পথে নেমেছিলো। সশস্ত্র সেই অসম যুদ্ধে জয়ও এসেছিলো।  যুগ যুগের অপশাসন ছিঁড়ে পরাধীন, উপনিবেশিত, অবদমিত এবং শোষিত...

বাংলাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক

মানুষ মারার চরম নিষ্ঠুর বাণিজ্য কবে বন্ধ হবে? বাংলাদেশের হাসপাতাল আর ক্লিনিকগুলোর বিরুদ্ধে রোগী ও সেবাগ্রহীতাদের অভিযোগের কমতি ছিলো না আগেও। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক ঘটনায় স্বাস্থ্যসেবা দেয়ার নামে বাংলাদেশে হাসপাতাল-ক্লিনিকগুলোর মানুষ মারার চরম নিষ্ঠুর...

একুশ মানে মাথা নত না-করা

আমরা কি করছি? এবারের একুশে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের বাহাত্তর বছর পূর্ণ করলো। ১৯৫২ সালের পয়ত্রিশ মিনিট। আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবজনক দিন-ক্ষণ। বায়ান্নের একুশে ফেব্রুয়ারি মধ্যদুপুরের ১-১০ মিনিট থেকে ১-৪৫ মিনিট সময়টি এক অপরিমেয় শক্তিতে...

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ

ফিলিস্তিনের সমর্থনে বিশ্ববিবেক এমন বর্বরতা আগে দেখেনি দুনিয়া। ফিলিস্তিনের গাজায় গত এক মাস ধরে যে মাত্রার গণহত্যা, বর্বরতা, বোমা হামলা ও ধংসযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল তা অতীতের সকল নৃশংসতা আর বীভৎসতাকে অতিক্রম করেছে। ইসরাইলের নৃশংস হামলায় গাজার স্কুল,...

কাফনে মোড়ানো ফিলিস্তিনী নবজাতক!

যুদ্ধাপরাধী ইসরাইলের পক্ষে আর কত সাফাই দেবেন মানবতাবাদের ধ্বজাধারী ব্রিটিশ রাজনীতিকরা? ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়েছে ফিলিস্তিনী নবজাতক উদয় আবি মোহসেন। রোববার ইসরাইলি বাহিনীর বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। গাজায় ইসরাইলি বাহিনীর...

আরও পড়ুন »

 

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

ডায়াবেটিস আছে? আপনার স্বাস্থ্যের দিকে যেভাবে নজর রাখবেন

আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে? এ ব্যাপারে লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের চক্ষুবিদ্যা (অপথালমোলজির)-এর ক্লিনিক্যাল প্রধান (লিড) ডাঃ এভলিন মেনসাহ ব্যাখ্যা করে বলেন, "যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...