☀ We are Hiring ☀

PROJECT COORDINATOR

Bengali Drama: Narratives of Time (1963–2013)
Location: East London
Salary: £36,996 pro rata
Hours: 17.5 per week; Duration:18 months

For an application pack:

Email: info@artswithoutborders.co.uk
Deadline: 8 December 2024, 11:59 pm
Only successful applicants will be contacted
Online Interviews to be conducted on 13 December 2024

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

প্রধান খবর

আবারও টালমাটাল ওয়েস্টমিন্সটার সরকার: তিন আসনে উপ-নির্বাচনের চ্যালেঞ্জ 

১৪ জুন ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ | প্রধান খবর

ক্ষমতাসীন কনজারভেটিভের সামনে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এমপি পদ থেকেও পদত্যাগ করেছেন।

বরিসের প্রতি সমর্থন জানিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন আরও দুই এমপি। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের তিন এমপির পদত্যাগের ঘটনায় আবারও ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে ওয়েস্টমিন্সটার সরকার।

পত্রিকা ডেস্ক:

লণ্ডন, ১২ জুন: নানা কেলেঙ্কারির মুখে প্রধানমন্ত্রীত্ব ছাড়া বরিস জনসন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য (এমপি) পদ থেকেও পদত্যাগ করেছেন। ‘পার্টিগেইট কেলেঙ্কারির’ ঘটনায় দেওয়া এক তদন্ত প্রতিবেদনের জেরে গত শুক্রবার (৯ জুন) তিনি পদত্যাগের ঘোষণা দেন। করোনা মহামারির লকডাউনের মধ্যেও জন্মদিনসহ অন্যান্য পার্টি করায় তার বিরুদ্ধে তদন্ত করছিল প্রিভিলিজেস কমিটি। জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, লকডাউনে পার্টি করেও হাউজ অব কমন্সের সঙ্গে মিথ্যাচার করেছেন তিনি। তবে এ কমিটি রায় দেওয়ার আগেই সরে গেছেন তিনি। বরিস বলেন, ‘পার্লামেন্ট ছেড়ে আসাটা অত্যন্ত বেদনার বিষয়, অন্তত এমন এক সময়ে। তবে আমাকে যেভাবে জোরপূর্বক ও অগণতান্ত্রিক উপায়ে এবং অত্যন্ত পক্ষপাতদুষ্ট উপায়ে পদচ্যুত করা হয়েছে, তাতে আমি হতভম্ব হয়েছি।’ বরিস জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল এডামস। দুজনেই কনজারভেটিভ পার্টির সদস্য এবং বরিসের অনুসারী বলে পরিচিত।

তিন এমপির পদত্যাগের ঘোষণা এই তিনটি আসনে এখন উপ-নির্বাচনের আয়োজন করতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে একতরফা সমর্থন এবং এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ আরও নানা কারণে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের জনপ্রিয়তা কমতির দিকে। গত স্থানীয় সরকার নির্বাচনে তার প্রমাণও পেয়েছে কনজারভেটিভরা। এ অবস্থায় এই তিনটি আসনে উপ-নির্বাচন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ।  এছাড়া, এ তিনজনের পর যদি আরও এমপি পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরও বাড়তে থাকবে। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন। ফলে সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আবারও প্রধানমন্ত্রীর বদল কিংবা সাধারণ নির্বাচনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।  বরিস জনসনের নেতৃত্বে ২০১৯ সালের মধ্যমর্তী নির্বাচনে কনজারভেটিভ দলের বিপুল ভোটে বিজয়ের পর ইতিমধ্যে দুজন প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন- বরিস জনসন ও লিজ ট্রাস। আর ২০১৬ সালের পর যুক্তরাজ্যে ৫ বার প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটেছে। 

এখন প্রভাবশালী কনজারভেটিভ নেতা বরিস জনসনের পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘটনায় আবারও সরকারে ভাঙ্গন ধরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।  বরিসের ভাষ্য, প্রিভিলেজেস কমিটির প্রতিবেদনের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ওই তদন্ত প্রতিবেদনে তাঁকে অন্যায়ভাবে এমপি পদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।  এর আগে শুক্রবার সকালে প্রিভিলেজেস কমিটির তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পান জনসন। বরিসের মতে, ওই প্রতিবেদন হেঁয়ালি, অসত্য ও পক্ষপাতে পরিপূর্ণ। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বরিস দাবি করেন, কমিটি তাদের প্রতিবেদনে এমন একটি প্রমাণও হাজির করতে সক্ষম হয়নি যাতে প্রমাণ হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে হাউস অব কমনসকে (পার্লামেন্টের নিম্নকক্ষ) বিভ্রান্ত করেছেন। এর আগে গত মার্চে বরিস তদন্ত কমিটির কাছে এটা স্বীকার করেছিলেন যে, করোনা-বিধি উপেক্ষা করে বন্ধুদের নিয়ে পানাহারের আয়োজন করার বিষয়ে তিনি পার্লামেন্টকে বিভ্রান্ত করেছিলেন। তবে তিনি এও বলেছিলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে তা করেননি। ২০২০-২১ সালে করোনা মহামারি চলাকালে যুক্তরাজ্যে বিভিন্ন বিধিনিষেধ জারি ছিল। তখন লকডাউনের বিধি ভেঙে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস নিজ কার্যালয়ে একাধিক পানাহারের আয়োজন করে। যা নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বিষয়টিই ‘পার্টি গেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। এসব অভিযোগকে কেন্দ্র করে বরিসকে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে হয়। এমপি পদ ছাড়লেও বরিস জনসন যে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন তেমনটি অবশ্য কেউ মনে করছেন না। কেননা, পদত্যাগপত্রে তেমনটাই ইঙ্গিত দিয়েছে তিনি। বলেছেন, অন্তত কিছু সময়ের জন্য তিনি আর পার্লামেন্টে থাকছেন না। এর আগে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার সময় বলেছিলেন, আবার দেখা হবে। 

কনজারভেটিভ দলের তৃণমূলে বরিসের ভালো সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রীত্ব থেকে বরিসের বিদায়ের জন্য ঋষি সুনাককেই দায়ী করেন তাঁর সমর্থকেরা। ফলে বরিসের সেইসব সমর্থকরা বরিসকে ফিরিয়ে আনতে ঋষি সুনাকের জীবন কঠিন করে তুলতে পারেন বলে মনে করেন অনেকেই। আর দুজন এমপির পদত্যাগ তারই ইঙ্গিত।  ডেইসি কপার বলেছেন, ‘কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্যখাত (এনএইচএস) এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ার পর- এই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে, সাধারণ মানুষকে সরাসরি মতামত দেওয়ার সুযোগ দেওয়ার সময় এসেছে।’  বরিস জনসনের উত্থান-পতন রক্ষণশীল দলের রাজনীতিতে নেমে তরতর করে এগিয়ে গেছেন। একসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রক্ষণশীল দলের নেতা বরিস জনসন। তবে দায়িত্ব গ্রহণের পরই যেন সবকিছু ওলটপালট হতে থাকে। একের পর এক বিতর্কে জড়াতে থাকেন তিনি। করোনাকালে বিধি লঙ্ঘন করে পার্টি আয়োজন করে বিতর্কিত হন। এমন আরও নানা কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। সেটাও বছরখানেক আগের কথা। এবার পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছেন কনজারভেটিভ দলের এই নেতা। করোনাবিধি ভঙ্গের অভিযোগে বরিসের বিরুদ্ধে তদন্ত চলা অবস্থাতেই গত শুক্রবার ৫৮ বছর বয়সী এই নেতা অভিমান করে পার্লামেন্টের সদস্য পদও ছেড়ে দেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় করোনাবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে বরিস বারবার পার্লামেন্টে মিথ্যা বলেছেন কি না, তা নিয়েই ওই তদন্ত হচ্ছিল। বরিস একে ক্যাঙারু কোর্ট হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।  দায়িত্ব গ্রহণ, নানা বিতর্ক অতঃপর পদত্যাগ ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রæতির মধ্য দিয়ে বরিস জনসনের নেতৃত্বাধীন টোরি দল ২০১৯ সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচনে জয়ী হয়। এরপর পার্লামেন্টের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার চুক্তিটি অনুমোদন করান তিনি। আর এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে কয়েক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়। ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটাতে সক্ষম হলেও করোনা মহামারি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারেননি বরিস জনসন।

পার্টি গেট কেলেঙ্কারিসহ (লকডাউনবিধি লঙ্ঘনের অভিযোগ) বিভিন্ন কেলেঙ্কারির কারণে গত বছরের জুলাইয়ে মন্ত্রীদের বিদ্রোহের মুখে পড়েন তিনি। এমন অবস্থায় তিনি পদত্যাগে বাধ্য হন। তবে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পরও গুঞ্জন ওঠে, জনসন হাল ছাড়বেন না। প্রধানমন্ত্রী পদের জন্য তিনি আবারও লড়বেন। তবে জনসনের বিরুদ্ধে এসব বিতর্ক নতুন কিছু নয়। প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিভিন্ন সময়ে নানা বিষয়ে বিতর্কে জড়ান তিনি।  ‘দাম্ভিকতা’ ব্যক্তিগত জীবনে বরিস জনসন তিনটি বিয়ে করেছেন। তাঁর সন্তান আটজন। ইটন কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বরিস জনসন। ইটনে শিক্ষকদের কাছে তিনি দাম্ভিক হিসেবে পরিচিত ছিলেন। বরিস চাইতেন, তাঁকে যেন ‘ব্যতিক্রম’ হিসেবে বিবেচনা করা হয়। বরিস জনসনের মনোভঙ্গি এমন ছিল যে যত নিয়ম সব অন্য মানুষের জন্য।

আরও খবর

১৫ই আগস্ট ঘিরে উত্তাপ

সরকারের সামনে চ্যালেঞ্জ মতিউর রহমান চৌধুরী ♦ লণ্ডন, ১২ আগস্ট: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আকস্মিক সরকার পতন। এর জেরে অস্থিরতা তৈরি হয়েছিল নানা ক্ষেত্রে। নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই অস্থিরতা কেটে যাচ্ছে ধীরে...

বাংলাদেশীরা বলির পাঁঠা?

বাংলাদেশীরা বলির পাঁঠা?

লেবার লিডার কিয়ার স্টারমারের চরম আপত্তিকর মন্তব্যে ব্রিটেনজুড়ে কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ০১ জুলাই: আগামী ৪ জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এমনিতেই ফিলিস্তিনের গাজা ইস্যুতে লেবার পার্টির ভূমিকা নিয়ে...

চাপে রুশনারা, নির্ভার আপসানা

চাপে রুশনারা, নির্ভার আপসানা

৪ জুলাইর নির্বাচনে মুসলিম ভোটের নির্ধারক হবে গাজা ইস্যু পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ১০ জুন: আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা দাখিল চূড়ান্ত হয়েছে। ৭ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। লেবার দলীয় চার বাংলাদেশি বংশোদ্ভূত...

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ

লণ্ডনে সিপিবি’র জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ৪ এপ্রিল: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সম্ভাবনাকে পদদলিত করে উল্টো পথে চলছে বাংলাদেশ।...

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদের মুখে গ্রেটার ম্যানচেস্টরের রচডেল কাউন্সিল কার্যালয়ে ঠাঁই হলো বাংলার

পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ২৫ মার্চ: স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রবল প্রতিবাদের মুখে রচডেল কাউন্সিল কার্যালয়ের স্বাগতবার্তায় অবশেষে বাংলা যুক্ত করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে বাংলায় ‘স্বাগতম’ লেখাটিও এখন সেখানে শোভা পাচ্ছে।  কাউন্সিল কার্যালয়ের...

আরও পড়ুন »

 

আমাদের রাজনৈতিক আন্দোলনে ভাসানী এখনো প্রাসঙ্গিক

আমাদের রাজনৈতিক আন্দোলনে ভাসানী এখনো প্রাসঙ্গিক

গাজীউল হাসান খান ♦ সামন্তবাদী কিংবা পুঁজিবাদী, আধিপত্যবাদী কিংবা উপনিবেশবাদী— যেখানেই যেকোনো ধরনের অপশাসন ও শোষণ দেখেছেন, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধে গর্জে উঠেছেন আজন্ম সংগ্রামী মওলানা আবদুল হামিদ খান ভাসানী। খোলা তরবারির মতো ঝলসে উঠেছে তাঁর দুটি হাত। কণ্ঠে উচ্চারিত...

যুক্তরাষ্ট্র কি একজন নারী প্রেসিডেন্ট পাবে

যুক্তরাষ্ট্র কি একজন নারী প্রেসিডেন্ট পাবে

গাজীউল হাসান খান ♦ যুক্তরাষ্ট্রের এবারের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে কেউ এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। রাজনীতিবিদ, কূটনীতিক এবং এমন কি জ্যোতিষীদের মধ্যেও এ ব্যাপারে যথেষ্ট মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএনসহ বিশ্বের বিভিন্ন...

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...