এদের চিহ্নিত করতে হবে, জবাব দিতে হবে ব্যালটে
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহান ওমর শুক্রবার কংগ্রেসের সামনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকা আফগানিস্তানে এক বছরে যে পরিমাণ বোমা ফেলেনি, ইসরাইল ১০ দিনে গাজায় তার চেয়ে বেশি বোমা ফেলেছে।
গত ৭ অক্টোবর থেকে আবারও শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫০০ জনে। এর মধ্যে এক হাজার ৭৫৬ জন শিশু। ৯৬৭ জন নারী। আহতের সংখ্যা ১৩ হাজার ৫৬১ জন। এত মৃত্যু আগে দেখেনি ফিলিস্তিন। মৃত্যুর মিছিলে কাঁদছে গোটা গাজা জনপদ।
অথচ গণতন্ত্র ও মানবাধিকারের কথিত ফেরিওয়ালা বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য গাজায় ইসরাইলি বর্বরতা ও গণহত্যাকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরাইলের পক্ষে সমরাস্ত্র, সৈন্য ও অর্থ নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছে আমেরিকা। আর এই নৃশংস গণহত্যায় যুদ্ধাপরাধী ইসরাইলকে সমর্থন দিতে সামরিক কার্গো বিমান নিয়ে ইসরাইলে নেমেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিশ্বে এটি এক নজীরবিহীন ঘটনা। ছবিতে দেখা যায়, তিনি একটি মিলিটারি কার্গো বিমানের অস্ত্র ও সরঞ্জামের ভিতর থেকে বেরিয়ে আসছেন। এসবের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের দ্বি-চারিতা বিশ্ববাসীর কাছে আরও খোলাসা হয়ে গেছে।
পশ্চিমা মূলধারার ইসরাইল সমর্থক সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব তো বলাবাহুল্য। এই আগ্রাসী তৎপরতার সব খবরেই ইসরাইলের আত“রক্ষার অধিকারের অজুহাত তুলে এই সন্ত্রাসী রাষ্ট্রের পক্ষে সাফাই প্রকটভাবে দৃশ্যমান। বিরল কিছু ব্যতিক্রম বাদে রাজনীতিকরা এক সুরেই কথা বলছেন।
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশিয়াসহ অভিবাসী কমিউনিটিতে একচেটিয়া আধিপত্য এবং আনুগত্য যে লেবার পার্টির সেই দলের অবস্থান বিশেষ করে দলনেতা কিয়ার স্টারমার যেভাবে প্রকাশ্যে ইসরাইলের পক্ষে সাফাই গেয়েছেন তা দলটির সমর্থক সংখ্যালঘু কমিউনিটির মানুষকে স্তম্ভিত করেছে। তার পথ ধরে সংখ্যালঘু কমিউনিটির প্রতিনিধিরাও একইভাবে হন্তারক, আগ্রাসী ইসরাইলের পক্ষে গেছেন।
গত ৭ অক্টোবর থেকে এই কদিনে গাজার হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে এক হাজার ৭৫৬ জন শিশু। ৯৬৭ জন নারী। আহতের সংখ্যা ১৩ হাজার ৫৬১ জন। এত মৃত্যু আগে দেখেনি ফিলিস্তিন।
এর পরেও যেসব জনপ্রতিনিধিরা তাদের বিবেক বিসর্জন দিয়ে গাজায় ইসরাইলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছেন তারা প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধের পক্ষেই দাঁড়াচ্ছেন। ফিলিস্তিনীদের রক্তে যাদের হাত রঞ্জিত তাদের দোসরদের চিহ্নিত করতে হবে, জবাব দিতে হবে ব্যালটে।