লণ্ডন, ৩১ জুলাই: লণ্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এসে যোগ দেয়া দুই শতাধিক খেলোয়াড়ের অংশ গ্রহণে ইস্টহ্যাণ্ডস আয়োজিত ইণ্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিণ্টন টুর্নামেণ্ট সম্পন্ন হয়েছে। গত ২৩ জুলাই রোববার ছিলো সকাল সাড়ে ১০টায় শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধনী...
