পত্রিকা ডেস্ক লণ্ডন, ১০ অক্টোবর: নিজেকে অনেক বড় জায়োনিস্ট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বলেছেন তিনি ইসরায়েলের বড় ভক্ত। (আই এম এ হিউজ জায়োনিস্ট অ্যাণ্ড এ হিউজ ফ্যান অফ ইসরাইল)। কনজারভেটিভ ফ্রেণ্ডস অব ইসরায়েলের (সিএফআই) একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন।...
